ভাদ্র পড়তেই গরম জানান দিচ্ছে। গত কয়েকদিনে শহরের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। গতকাল কয়েক পশলা বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু তাপমাত্রার পারদ নামেনি। ভাদ্রের পচা গরম জানান দিতে শুরু করেছে। গরম বৃদ্ধির সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফের গরম বাড়বে রাজ্যে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩৩ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গতকালও শহর এবং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সকালে রোদ উঠলেও বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস ছিল। দুপুর থেকেই মেঘ করে বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। ভাদ্র মাস পড়তেই গরম বাড়তে শুরু করেছে রাজ্যে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ধােপ ধাপে বেড়েছে। বুধবার সকাল থকেই রোদ ঝলমলে আকাশ। মাঝে মধ্যে কালোমেঘের দেখা মিলছে। হাওয়া অফিস জানিয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। আগামিকাল তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়েছে।
আগামিকাল এবং তার পরের দিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর পারদ ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করবে বলে জানানো হয়েছে। তবে আগামী কয়েকদিন মৌসুমি বায়ু সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে। মুম্বই সংলগ্ন এলাকাতেও মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে৷ সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আরবসাগরের উপকলবর্তী এলাকা গুলিতে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও অতিপ্রবল বজ্রপাত, কোথাও ভারী বৃষ্টি! দেশের বিভিন্ন অংশের সঙ্গে বাংলার আবহাওয়ার পূর্বাভাস কোথাও অতিপ্রবল বজ্রপাত, কোথাও ভারী বৃষ্টি! পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশের একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।