সামাজিক প্রকল্পের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এবার শিল্পে। কর্মসংস্থানে জোর দিচ্ছে রাজ্য সরকার। একাধারে একাধিক শিল্পতালুকে বিনিয়োগ তো অন্যদিকে শিল্পবান্ধব নয়া নীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার পানাগড় শিল্পতালুকে ৪০০ কোটির পলিফিল্মের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর পরই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘বাংলায় বিনিয়োগ করুন। আমাদের সরকার শিল্পের পাশে আছে। এ রাজ্য শিল্পে একনম্বর হবেই। এবার শিল্পই টার্গেট আমাদের’।
রাজ্যে বিনিয়োগ বাড়াতে এদিন শিল্পবান্ধব নয়া দুই নীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানিয়ে দিলেন, ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথা। সেই বোর্ডের মাথায় রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বোর্ডটি শিল্পকর্তাদের আবেদন খতিয়ে দেখার পাশাপাশি শিল্প গড়ার ছাড়পত্র দেবে বলেও জানিয়েছেন তিনি।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেউচাপচামি এলাকায় নতুন বিদ্যুৎ উদপান কেন্দ্রের ঘোষণা করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় বৃহত্তম কোল মাইন এখানেই তৈরি হবে। এই কেন্দ্রে বিদ্যুৎ উদপাদন শুরু করে আগামী ১০০ বছরেও বাংলায় বিদ্যুতের অভাব হবে না।’ আগামী ২-৩ বছরের মধ্যেই বিদ্যুতের দাম কমানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি। তিনি জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ের জমি সরকারের কাছেই আছে। ফলে চাকরি দেব, স্কুল-কলেজ, জল, রাস্তা, হাসপাতাল বাড়ি সব করে দেব। তিনি জানান, মোট ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এই প্রকল্পে। লক্ষাধিক কর্মসংস্থানেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, ‘ডানকুনি থেকে পানাগড় হয়ে রঘুনাথপুর পর্যন্ত একটি ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি হবে। এই করিডর যুক্ত করা হবে অমৃতসরের সঙ্গে। রঘুনাথপুর এস্টেটেও লক্ষাধিক কর্মসংস্থান হবে বলে খবর। সেখানে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে জঙ্গলমহল সুন্দরী।’