আপাতত রাজ্যে পুলিশের কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন মনোজ মালব্য। মঙ্গলবারই অবসর গ্রহণ করছেন রাজ্যের বর্তমান ডিজি বীরেন্দ্র। এখনও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নতুন ডিজির নাম না পাঠানোয়, আপাতত মনোজ মালব্যকেই ডিজি নিযুক্ত করল নবান্ন।
নবান্ন সূত্রের খবর, মনোজ মালব্য ,সুমন বালা সাহু, গঙ্গেশ্বর সিং, নীরজ নয়ন পান্ডের মত অফিসারদের নাম পাঠানো হয় কেন্দ্রের কাছে। তবে মঙ্গলবার পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও নাম আসায় কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল নিযুক্ত করল নবান্ন।
নিয়ম অনুযায়ী, ৩ মাস আগে সিনিয়র অফিসারদের নামের তালিকা পাঠাতে হয় রাজ্যকে। সরকার অবশ্য দু’মাস আগে ২১ জন সিনিয়র অফিসারের তালিকা পাঠিয়েছে। ৩০ বছর কাজের অভিজ্ঞতা আছে এমন অফিসারদের নামই পাঠানো হয়েছিল। সেখান থেকে ৩ অফিসারের নাম পাঠানোর কথা কেন্দ্রের ইউপিএসসি কমিটির। সেখান থেকে বেছে নিতে হয় রাজ্য সরকারকে। কিন্তু সেই নাম আসেনি।