সোমবার মধ্যরাতে তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্যে রয়েছেন হোসুরের বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে এবং বউমাও। এছাড়া দুর্ঘটনায় আরও দু’জন মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাত আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর কোরামাঙ্গালায়। জানা গিয়েছে, প্রবল গতিতে ছুটছিল গাড়িটি। সেই সময় রাস্তার পাশে থাকা একটি পোস্টে ধাক্কা মারে দামী ওই অডি গাড়িটি। নিমেষের মধ্যে দুমড়ে মুচড়ে যায় সেটি। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়েছে।
এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। পরবর্তীতে সংবাদসংস্থা এএনআইকে তামিলনাড়ুর হোসুরের ডিএমকে বিধায়ক ওয়াই প্রকাশ জানান, ওই দুর্ঘটনায় ছেলে করুণা সাগরের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন তাঁর পুত্রবধূও। বাকিদের পরিচয় জানা না গেলেও, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের প্রত্যেকের বয়সই ২০-র আশেপাশে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, গাড়িটি ওই বিধায়কেরই।