উত্তরবঙ্গে ১৩.৪ কিমি চার লেনের রাস্তা তৈরি করতে ১১৫০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। শিলিগুড়ির যানজট কম করতে বালাসোন থেকে সেবক অবধি তৈরি হবে এই রাস্তা। সিকিমকে গোটা দেশের সাথে সংযোগকারী ধসপ্রবণ জাতীয় সড়ক ১০- এর মেরামতির জন্যে আরও ৮০০ কোটি টাকা বরাদ্দ হল।
মন্ত্রী নীতিন গাডকরির সাথে বৈঠকের পরেই এই ঘোষণা করেন দার্জিলিং- এর বিজেপি সাংসদ রাজু বিস্ত।গত মাসে নীতিন গড়করির সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র। মমতা, নীতিনকে রাজ্যের বিভিন্ন প্রকল্প মূলত উত্তরবঙ্গের জন্যে বরাদ্দ হওয়া টাকা রাজ্যকে দেওয়ার অনুরোধ করেছিলেন বৈঠকে।
যদিও রাজ্য বিজেপি এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, আদতে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করাতেই উত্তরবঙ্গের জন্যে অর্থ বরাদ্দ করে কেন্দ্র। প্রায় প্রতি বছর ধস নামে জাতীয় সড়ক ১০- এ। এই রাস্তাই সিকিম এবং কালিম্পঙ জেলার মূল যোগাযোগ মাধ্যম।
করোনেশন ব্রিজ ১৯৪১ সালে তৈরি। সেটাই ডুয়ার্সের মূল যোগাযোগ মাধ্যম। সেই ব্রিজেরও বয়সের কারণে জীর্ন দশা। ডুয়ার্সের মানুষ তিস্তার ওপরে একটি নতুন ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন। সেদিকটিও ভেবে দেখা হচ্ছে। কালিম্পঙ, গরুবাথান সংযোগকারী ৬০ কিমি লম্বা রাস্তায় জাতীয় সড়ক ১৭ এ – র কাজও শুরু হয়েছে মমতার দাবি মেনে।