আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। প্রাণ ভয়ে আফগানিস্তান ছেড়ে একাধিক দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন বহু আফগান নাগরিক। ভারতেও শরনার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে বহু আফগান নাগরিককে। এই আবহে এক ১৭ বছরের আফগান কিশোরকে জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কাঠুয়ার লক্ষ্মণপুর থেকে গ্রেফতার হয়েছেন ওই কিশোর। ধৃত কিশোর পুলিশকে জানিয়েছেন তাঁর দাদা একজন আফগান সেনাকর্মী। গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিলেন তাঁর দাদা। চিকিৎসার জন্যই দাদাকে নিয়ে ভারতে এসেছেন ওই কিশোর। তাঁর কাছে ভারতে ঢোকার বৈধ কাগজপত্র মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হঠাৎ কাশ্মীরে কেন গেলেন ওই কিশোর, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশি জেরায় ওই কিশোর জানিয়েছে, তাঁর দাদা এক আফগান সেনাকর্মী। গুলিবিদ্ধ হয়েছিলেন তাঁর দাদা। চিকিৎসার জন্য বর্তমানে দিল্লীর আরআর হাসপতালে তাঁর দাদাকে ভর্তি করা হয়েছে। দাদার চিকিৎসার জন্যই তাঁর সঙ্গে ভারতে এসেছেন, পুলিশকে জানিয়েছেন ওই কিশোর। তবে দিল্লী ছেড়ে হঠাৎ কাশ্মীরে কেন? সেই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত সন্তোষজনক মনে হয়নি পুলিশের। পুলিশকে তাঁর কাশ্মীরে আসা নিয়ে ওই কিশোর জানিয়েছেন, আফগানিস্তানের বাড়িতে ফিরতে চাইছিলেন তিনি। আফগানিস্তানের বাড়ির জন্য তাঁর মন খারাপ হচ্ছিল। সেই কারণেই কাশ্মীর হয়ে আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিশোরের এই উত্তর আদৌ সঠিক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।