মঙ্গলবারই ত্রিপুরার মন্ত্রিসভায় রদবদল হওয়ার আগেই মুখ পুড়ল বিপ্লব দেব সরকার। এদিন দুপুরে মন্ত্রী হতে চলা পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দসের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। তিনি অভিযোগ করেছেন, জাল সার্টিফিকেট নিয়ে ভগবান দাস তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন। আজকে সেই তাঁকেই মন্ত্রী করা হচ্ছে।
প্রসঙ্গত, বিপ্লব দেব মন্ত্রিসভার রদবদল হবে হবে তা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু নানান কারণে এতদিন তা হচ্ছিল না। গতকাল কেন্দ্রীয় বিজেপি নেতারা ত্রিপুরার নেতাদের নিয়ে মন্থন বৈঠক সারেন। সেখানেই সিদ্ধান্ত হয়ে যায় আর দেরি নয়। মঙ্গলবারই মন্ত্রী হিসেবে ভগবান দাস, রামপ্রসাদ পাল ও সুশান্ত চৌধুরীর শপথগ্রহণ।
এদিন ত্রিপুরা তৃণমূলের অন্যতম নেতা সুবল ভৌমিক বলেন, জাল সার্টিফিকেট নিয়ে বিধায়ক হয়েছেন ভগবান দাস। তাঁরা অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত (ওবিসি)। তিনি এ-ও দাবি করেন, ভগবানের বোনের নাম এসসি তালিকা থেকে বাদ দিয়েছিলেন সংশ্লিষ্ট জেলাশাসক। কিন্তু সেই তাঁকেই মন্ত্রী করছে বিজেপি।
এদিকে, গতকালের পর এদিনও বিপ্লব দেবের বিধানসভা কেন্দ্র বনমালীপুরে প্রায় ১০০ জন তৃণমূলে যোগ দেন। তৃণমূলের দাবি, সিপিএম ও বিজেপি থেকে তঁরা যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। বেশ কিছু জনজাতি অংশের পরিবারও এদিন যোগ দেন তৃণমূলে।