সোমবারই বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে ঘরওয়াপসি হয়েছে আরও এক বিধায়কের। মুকুল রায়ের পর তৃণমূলে ফিরেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। যা নিয়ে ফের বিজেপির ফাটল আরও চওড়া হয়েছে। এবার দলত্যাগী বিধায়ককে চিঠি দেবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা জানতে চাইবেন, তন্ময় ঘোষের রাজনৈতিক অবস্থান কী। শুভেন্দুকে এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কটাক্ষ, অধিকারীতে বাড়িতে কি আয়না নেই?
তন্ময় ঘোষ গত ৫ মার্চ বিজেপিতে যোগ দেন। ৬ তারিখ অর্থাৎ পরের দিনই তাঁকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয় গেরুয়া শিবির। গতকাল তিনি তৃণমূলে যোগ দিতেই অস্বস্তি বেড়েছে বিজেপির। বিরোধী দলনেতা সোমবার বলেন, আমি তন্ময় ঘোষকে চিঠি দেব। তাঁর রাজনৈতিক অবস্থান জানতে চাইব। জানি এর কোনও উত্তর তিনি দিতে পারবেন না।
শুভেন্দুর এই হুঁশিয়ারিকে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি টুইট করেছেন, ‘পেগাসাস অধিকারী বলছে অমুক বিধায়ক কেসের ভয়ে চলে গেছে। ও নাকি চিঠি দিয়ে জানতে চাইবে কোন্ দলে আছে। বলি, অধিকারীবাড়িতে কি আয়না নেই’? বস্তুত, শুভেন্দুর বাবা শিশির অধিকারী এখনও খাতায় কলমে তৃণমূলের সাংসদ। কিন্তু তিনি বিধানসভা নির্বাচনের সময় অমিত শাহের সভায় ছিলেন। তৃণমূলের সঙ্গে সম্পর্কও নেই বললেই চলে। এই অবস্থায় তাঁর বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে সাংসদ পদ বাতিল করার আর্জি জানিয়েছে তৃণমূল।