করোনার প্রকোপে উত্তরপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার আবহেই ডেঙ্গির প্রকোপ আছড়ে পড়ল উত্তরপ্রদেশে। ফের একবার প্রকট হল সে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার গাফিলতি। ফিরোজাবাদে এখনওপর্যন্ত ৩২ শিশু এবং সাত জন প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে, জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই।
শনিবার পর্যন্ত চার শিশু-সহ মোট ১২ জনের মৃত্যু নথিভুক্ত হওয়া সত্ত্বেও সংবাদমাধ্যমে আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন ফিরোজাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নীতা কুলশ্রেষ্ঠ।
বিগত বেশ কয়েক দিন ধরেই ফিরোজাবাদের নাগলা আমন ও কাপাবলি গ্রাম থেকে ডেঙ্গিতে মৃত্যুর খবর সামনে আসছিল। স্বাস্থ্যদপ্তরের গাফিলতির অভাবেই ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে বলে সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন গ্রামবাসীরা।