কেন্দ্রে ক্ষমতায় আসার পর গত সাত বছরে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে ক্রমশ বিষোদগার করেছেন বিজেপি নেতারা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেহরুকে একাধিক ইস্যুতে কাঠগড়ায় তুলেছেন। বাদ যায়নি প্রথম প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও। এবার নেহেরুকে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকেই ছেঁটে ফেলার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানের যে পোস্টার কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে তাতে সাভারকরের ছবি থাকলেও নেই দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর ছবি।
প্রসঙ্গত, দেশের স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষ উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্র। ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ-এর ওয়েবসাইটে সম্প্রতি সেই অনুষ্ঠানের পোস্টার প্রকাশ করা হয়েছে। যে পোস্টারে ছবি রয়েছে মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু, ভগত সিংহদের। এমনকী, জেল থেকে মার্সি পিটিশনে সই করা বিনায়ক দামোদর সাভারকরের ছবিও রয়েছে। অথচ, তা থেকে বাদ স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানী জওহরলাল নেহরু। যা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। এ নিয়ে সরব হয়েছেন শশী থারুর, গৌরব গগৈ, টি এস সিং দেওরা।
এবিষয়ে কংগ্রেস নেতাদের অভিযোগ, প্রতিহিংসাপরায়ণ বিজেপি নেহেরুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে। শশী থারুর বলছেন, এটা শুধু দুঃখজনক নয় ইতিহাসের বিকৃতিও বটে। গৌরব গগৈয়ের প্রশ্ন, “আর কোনও দেশ কি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে দেশের প্রথম নেতাকে সরিয়েছে? আইসিএইচআর যেভাবে পোস্টার থেকে নেহরু এবং আবুল কালাম আজাদের ছবি সরিয়েছে সেটা অন্যায় এবং নিন্দনীয়।” উল্লেখ্য, নরেন্দ্র মোদী অন্তত রাজনৈতিকভাবে পণ্ডিত নেহরুর প্রতি প্রধানমন্ত্রী যে তেমন শ্রদ্ধাশীল নন, তা একাধিকবার তাঁর নিজের বক্তব্যেই বোঝা গিয়েছে। আইসিএইচআর-এর এই পদক্ষেপে আবারও সেটা প্রমাণ হল বলেই অভিমত রাজনৈতিক মহলের।