উপনির্বাচন কবে হবে। সেই নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনের কাছে গিয়েছে তৃণমূল। অপরদিকে, এখনও নির্বাচন করতে রাজি নয় বিজেপি। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে দড়ি টানাটানি। এদিন করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। তখনই তিনি বিজেপিকে নিশানা করেন।
ফিরহাদ হাকিম বলেন, “আগে ভোটের সময়ে কত মানুষ আক্রান্ত হয়েছিলেন? ৮ দফা ভোট বিজেপির দাবি অনুযায়ী করা হয়েছিল। ওদের এতো দফা ভোটের কারণ, মোদী এবং অমিত শাহ এরাজ্যে আসতে পারবে প্রচারে। সেই সময়ে করোনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময়ে যদি ভোট হতে পারে, তাহলে কেন এখন নয় কেন। কোনও আসন ৬ মাসের বেশি ভোট না হয়ে থাকতে পারে না।
কোভিড নিয়ম মেনে ভোট হোক। প্রচার, মিটিং, মিছিল বন্ধ করে ভোট করানো হোক। কিন্তু ভোট না করালে, আসনগুলোর কোনও প্রতিনিধিও থাকবে না। যারা গণতন্ত্র মানে, তারা কখনই এটা মানবেন না। বিজেপিই সেই সময়ে ৭-৮ দফা নির্বাচন চেয়েছিল। এখন শুধু উপনির্বাচন। তাতে কী এমন প্রভাব পড়বে। রাজনীতির জন্য বিজেপি এসব করছে। ৬ মাসের বেশি নির্বাচন না হওয়া এটা অপরাধ। এটা হতে পারে না যে ৬ মাসের বেশি কোনও আসনে প্রতিনিধি থাকবে না। এর ফলে মানুষকে বঞ্চিত করা হচ্ছে।