আজ ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। শুধু বাংলা নয়, ত্রিপুরাতেও আজ পালিত হচ্ছে দলের এই বিশেষ দিনটি। এদিন সকাল থেকেই রাজ্যের ব্লকে ব্লকে ব্যস্ততা। একইরকম ভাবে অ্যাকটিভ সোশ্যাল মিডিয়াও। আর সেই সৌজন্যেই টুইটার ট্রেন্ডিংয়ের শীর্ষে পৌঁছে গেল হ্যাশট্যাগ টিএমসিপিফাউন্ডেশনডে। তিন লক্ষের বেশি টুইট নিয়ে আপাতত চর্চায় এক নম্বরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। একইসঙ্গে ট্রেন্ডিংয়ে রয়েছে দিদি হ্যাশট্যাগটিও।
এদিন তৃণমূলের তরফে পোস্ট করে জানানো হয়, সকাল থেকে বেলা ১টার মধ্যেই ৩ লক্ষ টুইট হয়ে গিয়েছে। আজ বেলা ২টো নাগাদ ছাত্রদের উদ্দেশে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারচুয়ালি যে ভাষণ শোনা যাবে ত্রিপুরাতেও। তৃণমূল নেত্রী ছাত্রদের উদ্দেশে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বক্তৃতার সময়ই এদিন জুম কলের মাধ্যমে একটি প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থাও করা হচ্ছে এ বছরের কর্মসূচিতে। ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে সংগঠনের নেতাদের প্রশ্ন করতে পারেন তৃণমূল সুপ্রিমো।