কয়েকদিন আগেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এবার তাঁর পথে হেঁটেই ‘হাত’ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আসতে চলেছেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। সব কিছু ঠিক থাকলে আগামীকাল, রবিবার তৃণমূলে যোগ দিতে চলেছেন সোমেন-জায়া। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতারা একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে তাঁকে তৃণমূলে যোগদান করানো হতে পারে।
প্রসঙ্গত, ২০০৮ সালে সোমেন মিত্র কংগ্রেস ছেড়ে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেন। স্বামীর সঙ্গেই দল ছাড়েন শিখা। এরপর ২০০৯ সালে তৃণমূলের প্রতীকে ডায়মণ্ড হারবার থেকে সাংসদ হন সোমেন। ওই বছর শিখাকে সোমেন মিত্রর কেন্দ্র চৌরঙ্গি থেকে প্রার্থী করেন মমতা। নির্বাচনে জয়লাভ করেন তিনি। ২০১১ সালে চৌরঙ্গি কেন্দ্র থেকে জিতে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন শিখা।
তবে ২০১৩ সালে প্রয়াত মুখ্যমন্ত্রী বিধান রায়ের জন্মদিনে বিধান ভবনে বিস্ফোরক মন্তব্য করেন শিখা। আর তার ঠিক এক বছরের মাথায় ঘাসফুলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেন। চৌরঙ্গির বিধায়ক পদে ইস্তফাও দেন। তবে ছবিটা বদলাতে শুরু করে সোমেন মিত্রের প্রয়াণের পর। গত ১৭ আগস্ট তাঁর বাৎসরিক কাজের দিন শিখা মিত্রের সঙ্গে কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। পরের দিন শিখা মিত্রের বাড়িতে যান দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। সূত্রের খবর, সেইদিন তৃণমূলে যোগদানের ব্যাপারে সম্মতি জানান শিখা।