গত কয়েক বছর ধরে ক্রমশই কমে আসছে গঙ্গা ও ফুলহার নদীর দূরত্ব। বর্তমানে দূরত্ব কমে হয়েছে ১.২০ কিলোমিটার। যা ঘিরে ক্রমশই বিপদের আশঙ্কা করছে জেলা প্রশাসন ও রাজ্য। গঙ্গা-ফুলহার নদীর দূরত্ব বিষয় নিয়ে এ বার তৎপর রাজ্য সরকার।
নবান্ন সূত্রে খবর, শেষ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে গঙ্গা-ফুলহার নদীর বিষয় নিয়ে সার্ভে করার। মহানন্দ টোলা, বিলাই মারি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের সঙ্গেও কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ একটি পরিদর্শক দল গঠন করা হচ্ছে এর জন্য বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার দিল্লীতে যাচ্ছে সেচ মন্ত্রীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল। দিল্লী থেকে ফিরে এসেই এই বিষয় নিয়ে অ্যাকশন প্ল্যান নেওয়া হবে।
আপাতত জিওগ্রাফিক্যাল সার্ভে করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, “আমরা দিল্লী থেকে ফিরে এসেই কী ব্যবস্থা গ্রহণ করব সেই বিষয় নিয়ে আলোচনা করব।
প্রাথমিকভাবে জিওগ্রাফিক্যাল সার্ভে করার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, মহানন্দ টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতে জল নামলেই সেচ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব যাবেন এলাকা পরিদর্শনে।