কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের পিছনে এজেন্সি লেলিয়ে দিচ্ছে মোদী সরকার। বারবারই এই অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের মিলেছে তাঁর প্রমাণ। কয়লা পাচার কাণ্ডে সস্ত্রীক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তাও আবার তাঁদের কলকাতার কার্যালয়ে নয়, সোজা দিল্লীতে। এ নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের প্রথম সারির নেতারা। এবার কেন্দ্রকে আক্রমণ করলেন স্বয়ং অভিষেক। শনিবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, ‘সিবিআই, ইডি দেখিয়ে তৃণমূলকে রোখা যাবে না। আগামীর লড়াই আরও বড়। ক্ষমতায় ফিরে এসে সমস্ত প্রতিশ্রুতি পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
এদিন প্রত্যেকটি মন্তব্যে বিজেপিকে তীব্র নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি ত্রিপুরা যে তৃণমূলের ‘পাখির চোখ’ তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। অভিষেক এদিন বলেন, ‘যে যে রাজ্যে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই সব রাজ্যে গিয়ে লড়াই করবে তৃণমূল। যদি ক্ষমতা থাকে আটকে দেখান। এই রাজ্যের মাটি বিবেকানন্দের। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে তৃণমূল।’ ত্রিপুরা নিয়ে তিনি বলেন, ‘ত্রিপুরায় আর দুয়ারে গুণ্ডা নয়, দুয়ারে সরকার যাবে। এখনও পর্যন্ত সেখানে পা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেদিন পা রাখবেন সেদিন ভূমিকম্প হবে। লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন।’ অর্থাৎ এদিন তিনি স্পষ্ট করে দেন, কোনওভাবেই ত্রিপুরায় সামান্যতম জমি ছাড়বে না তৃণমূল। এছাড়া ত্রিপুরায় ক্ষমতায় এলে ‘দুয়ারে সরকার’ সহ একগুচ্ছ উদ্যোগ নেবে তৃণমূল সরকার।