পরিস্থিতিকে জটিল করে তোলার জন্য ষড়যন্ত্র হয়েছিল। বিক্ষোভে নেমে বিকাশ ভবনের সামনে চুক্তিভিত্তিক প্রাথমিক শিক্ষিকাদের বিষপানকে এভাবেই তীব্র সমালোচনা করলেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন। স্থায়ীকরণ ও বদলি বাতিলের দাবিতে গত মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন শিক্ষিকারা। সেই সময় তাঁরা বিষ জাতীয় কিছু খেয়ে ফেলেন। এরপর তাঁদেরকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের এই ধরণের আন্দোলনকেই সমালোচনায় বিদ্ধ করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালেয়ের অধ্যাপকদের সংগঠন।
ওয়েবকুপা-র সভানেত্রী কৃষ্ণকলি বসু বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘এটা একজন প্রকৃত শিক্ষকের কাছ থেকে প্রত্যাশিত নয়। তাঁরা শিশু শিক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছেন। তাঁরা বিক্ষোভ দেখানোর সময় হাতে বিষের শিশি নিয়ে যাচ্ছেন। এটা সমস্যাকে আরও উসকে দেওয়া, আরও প্ররোচিত করার একটা ষড়যন্ত্র।’ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কি কেউ সমস্যাকে উসকে দেওয়ার চেষ্টা করেন? তাঁর মতে, ‘গোটা পর্বটাই দুর্ভাগ্যজনক। একটি গণতান্ত্রিক আন্দোলনে বিষ ভর্তি শিশি নিয়ে যাওয়া, সেটিকে পান করা কোনও যুক্তিতেই শান্তিপূর্ণ বলা যায় না। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তাঁরা আগাম নোটিশ দিতে পারতেন। কিন্তু তাঁরা তা করেননি।’