কোভিড অতিমারী পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান ভার্চুয়াল হবে। মূল বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় কর্মসূচী। তিনি নিজেও ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন। দেশ ও রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তৃণমূল সুপ্রিমোর তাঁর প্রিয় ছাত্র-যুবদের জন্য ভার্চুয়ালি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আসন্ন ২৮শে আগস্ট কে সামনে রেখে প্রতিটি জেলায় জেলায় জোর করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এবার মূলত প্রতিষ্ঠা দিবসে সোশ্যাল প্ল্যাটফর্মকে হাতিয়ার করছে তৃণমূল ছাত্র নেতৃত্ব। দিবসের অনুষ্ঠান কে আরও আকর্ষণীয় করে তুলতে বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টা বেজে ১২ মিনিটে ‘দেশ বাঁচাবে মমতা’ ভিডিও প্রকাশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। যেখানে গান গেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পূরব চক্রবর্তী। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ব্যাখ্যা দিয়ে বলেন, “কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশকে বারোটা বাজিয়ে দিয়ে বিপথে চালনা করছে। আগামীদিনে তৃণমূল ছাত্র পরিষদ তার বিরুদ্ধে গর্জে উঠতে প্রস্তুত। তাই মোদী সরকারের ১২টা বাজাবে ছাত্র সমাজ। তারই প্রতীকী হিসেবে এই সময় আমরা বেছে নিয়েছি দেশ বাঁচাবে মমতা ভিডিও প্রকাশের মধ্যে দিয়ে।”
এছাড়াও জেলায় জেলায় গান বেঁধেছেন ছাত্র পরিষদের সদস্যরা। জেলার সিগনেচার টিউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভার্চুয়ালি এবারের কর্মসূচীকে ট্রেন্ডিং করতে চাইছে জোড়াফুল শিবির। অন্যদিকে, ২৮শে আগস্টের অনুষ্ঠান নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন দলের সমস্ত তারকা বিধায়ক ও সাংসদরা। ইতিমধ্যেই দলীয় কর্মসূচীতে তাঁদের বক্তব্য জানিয়েছেন রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র, নুসরত জাহানের মতো তারকারা।