জানা সম্ভব নয় ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পরও কত জন আক্রান্ত বা অসুস্থ হয়েছেন। কারণ তার পরিকাঠামো নেই। ভ্যাকসিন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে দায়ের হওয়া মামলায় বুধবার এমনটাই জানিয়েছে কেন্দ্র। বুধবার মামলার শুনানিতে কেন্দ্রের কাছে টিকাকরণ সংক্রান্ত পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশদ তথ্য জানতে চান কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন নেওয়ার পর টিকাপ্রাপকদের শারীরিক পরিস্থিতি সংক্রান্ত বিস্তারিত তথ্য নেই। তা জানার জন্য পর্যাপ্ত পরিকাঠামো এই মুহূর্তে নেই বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।
তবে সওয়ালে অতিরিক্ত সলিসিটর দাবি করেছেন, এই তথ্য পেতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। টিকাকরণ পরবর্তী সমস্ত তথ্য যাতে বিশদে পাওয়া যায়, তার জন্য একটি গাইডলাইনও তৈরি করা হচ্ছে বলে আদালতকে জানিয়েছে কেন্দ্র। রাজ্যগুলির কাছে থেকে সংশ্লিষ্ট তথ্য পাওয়ার পরই গাইডলাইন অনুযায়ী আইসিএমআর-সহ করোনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলির ওয়েবসাইটে সেই তথ্য আপলোড করে দেওয়া হবে। যদিও মামলাকারীর তরফে দাবি করা হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাদানে খামতি থেকে যাচ্ছে। এমনকী, গ্রামাঞ্চলে টেলিমেডিসিন পরিষেবাও সঠিকভাবে মিলছে না বলে দাবি।