রাজ্যে উপনির্বাচন করা নিয়ে রাজনৈতিক দলগুলির কাছে মতামত চেয়েছিল নির্বাচন কমিশন। আজ তা জানাতেই নির্বাচন কমিশনে যাচ্ছে শাসক দল। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই নিয়ে মতামত জানাবে। প্রতিনিধি দলে থাকছেন সৌগত রায়, জহর সরকার, মহুয়া মৈত্র, সাজদা আহমেদ, সুখেন্দু শেখর রায়। তাঁরা উপনির্বাচনের পক্ষে কয়েকটি পয়েন্ট তুলে ধরবেন কমিশনের কাছে।
প্রসঙ্গত, করোনা আবহের মধ্যে নির্বাচন সঠিক বিধি মেনে হোক, এই দাবি জানিয়েই তৃণমূল প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হচ্ছে। দ্রুত রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচন ও দুই বিধানসভা কেন্দ্রে ভোট চাইছে তৃণমূল। কারণ ৫ই নভেম্বরের মধ্যে কোনও এক বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিকে, রাজ্যে এখনই উপনির্বাচন চায় না রাজ্য বিজেপি। তাদের বক্তব্য, রাজ্যে উপনির্বাচনের পরিস্থিতিই নেই। আট দফা কারণ তুলে ধরে রাজ্য বিজেপি এরই মধ্যে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকেও। বিজেপি যুক্তি খাঁড়া করেছে, লোকাল ট্রেন বন্ধ, বাস চলছে কম লোক নিয়ে। তাই বাংলায় এখন নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। তবে তাতে আমল না দিয়ে সব দলের থেকেই উপনির্বাচন নিয়ে মত জানতে চেয়েছে কমিশন।