সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনের সময় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘দলদাস’ বলে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার শুভেন্দুর কাছে আগামী ৬ই সেপ্টেম্বরের মধ্যে জবাবদিহি চেয়ে পাঠাল স্বাধিকার কমিটি। বৃহস্পতিবার বিধানসভায় স্বাধিকার কমিটির বৈঠক বসে। সেই বৈঠকে সভাপতিত্ব করেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে ঠিক হয়েছে, আগামী ৬ই সেপ্টেম্বরের মধ্যে নন্দীগ্রামের বিধায়ককে জবাবদিহি করতে হবে। ফের তাঁরা ৯ই সেপ্টেম্বর বৈঠকে বসবেন।
প্রসঙ্গত, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ আনা হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। তিনি স্পিকারকে ‘দলদাস’ বলে আক্রমণ করেছিলেন বলে অভিযোগ। এর পরেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনেন। সেই প্রস্তাব গৃহীত হলে, তা পাঠানো হয় স্বাধিকার কমিটির কাছে। সেই কমিটিই বৈঠকে বসে বিরোধী দলনেতার কাছে জবাবদিহি চেয়ে পাঠিয়েছে। যদিও, বৃহস্পতিবারের বৈঠকে আসেননি বিরোধী দলনেতা। শুভেন্দু ছাড়াও স্বাধিকারভঙ্গের অভিযোগ উঠেছে সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ এনেছিলেন উপমুখ্যসেচতক তাপস রায়।