ক্রমাগত টিকার যোগানের অভাব নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানোয় ফল মিলল হাতেনাতে। জুলাইয়ের তুলনায় এই মাসে প্রায় ২১ লক্ষ ডোজ বাড়তি টিকা পাচ্ছে রাজ্য। জুন মাসে রাজ্য পেয়েছিল ৪০ লক্ষ টিকা। আর জুলাইয়ে পেয়েছে ৮১ লক্ষ। আগস্টে পাওয়া ভ্যাকসিন ডোজ এক কোটি ছাড়াতে পারে।
এপ্রসঙ্গে রাজ্য হেলথ ডায়রেক্টরেটের টিকাকরণের শীর্ষকর্তা ডাঃ অসীম দাস মালাকার বলেন, “কেন্দ্র জানিয়েছে, ২৮ তারিখের একটি কনসাইনমেন্টে ২১-২২ লক্ষ টিকা আসবে। আগস্টে আমরা ৬৪ লক্ষ টিকা পেয়েছি। আশা করছি, ১-২ সেপ্টেম্বরের মধ্যে এক কোটির বেশি টিকা পাব।”