আগামী ২রা সেপ্টেম্বর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট এবং তফসিলি জাতি ও উপজাতির কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন তিনি। কৃতি ছাত্র ছাত্রীরা থাকবেন বিভিন্ন জেলার হেডকোয়ার্টার বা মহকুমা শাসকের দফতরে। সেখান থেকেই ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হবে।
করোনা আবহে এবছর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলেও জয়েন্ট পরীক্ষা হয়েছে। এক এক করে প্রকাশিত হয়েছে ফল। মাধ্যমিকে একবার একশো শতাংশ পাশের নজির গড়েছে ছাত্র ছাত্রীরা। উচ্চ মাধ্যমিকে প্রথমে ৯৭ শতাংশ পাশ করলেও পরবর্তীকালে করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের ভাবাবেগকে সম্মান জানিয়ে রাজ্য সকরকারের মধ্যস্থতায় সকলকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এরপরেই প্রকাশিত হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। পরীক্ষার ২০ দিনের মাথায় ফল প্রকাশ সেখানেও ৯৯ শতাংশ পাশ করেছে। প্রথম হয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্জজন্য দে। দ্বিতীয় বাঁকুড়া জেলা স্কুলের সৌম্যজিত দত্ত। এবং তৃতীয় ব্রতীন মণ্ডল শান্তিপুর মিউনিসিপাল স্কুলের ছাত্র বলে জানিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি।