তালিবানের আফগানিস্তান দখলে অশনি সংকেত দেখছে প্রায় গোটা বিশ্ব। আতঙ্কে হাজার হাজার মানুষ কাবুল ছাড়ছেন। কর্মসূত্রে আফগানিস্তানে থাকা বহু ভারতীয়ই দেশে ফিরে জানিয়েছেন তালিবান শাসনে তাঁদের হাড়হিম করা অভিজ্ঞতার কথা। কোনও রকমে প্রাণ হাতে করে ফিরেছেন তাঁরা। কিন্তু উল্টো সুর গেয়েছেন রবিবার কাবুল থেকে দেশে ফেরা কলকাতার বাসিন্দা তমাল ভট্টাচার্য। সে দেশে শিক্ষকতার চাকরি নিয়ে যাওয়া তমাল দেশে ফিরেই তালিবানদের দরজা সার্টিফিকেট দিয়েছেন। তালিবানরা তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেছে বলে দাবি তাঁর।
এবার এই মন্তব্যের জেরেই বিপত্তিতে তমাল ভট্টাচার্য। জানা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রকের গ্রিভ্যান্স সেল-এ তমালের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীর দাবি, সম্ভবত তালিবানরাই তমালকে পাঠিয়েছে। ওঁর ওপর নজর রাখা হোক। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাজ চৌধুরী নামে এক ব্যক্তি তমালের নামে ওই অভিযোগ করেছেন। সারা বিশ্বের তালিবান সম্পর্কে যে ধারণা কার্যত তার উল্টো অভিজ্ঞতা শুনিয়েছেন তমাল। বিমানবন্দরে ফেরার পথে তালিবানরা আটকালেও তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন তারা। তমালের দাবি, তালিবানরা তাঁদের সঙ্গে ক্রিকেট খেলেছেন। একটি নিউজ চ্যানেলে গিয়ে তমাল এ-ও জানান, তালিবান সেনারা তাঁদের পেট পুরে আফগানি পোলাও এবং মাংস খাইয়েছেন।