মাত্র ২৪ ঘণ্টা আগে বিজেপিতে ‘বেসুরো’দের তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রী রিমঝিম মিত্র। যোগ্য সম্মান পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন তিনি। দলে থাকা নিয়ে ভাবনাচিন্তা করার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। এই পরিস্থিতিতে বুধবার রিমঝিমের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
অন্যান্য দিনের মতো বুধবারও ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেই সময় রিমঝিম মিত্রের মন্তব্য প্রসঙ্গে পালটা বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘দলে কাউকে অসম্মান করা হচ্ছে না। সকলকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। অনেকে দল ছেড়ে গিয়েছেন। অনেকের মুখ নির্বাচনের পর দেখা যায়নি। তাঁদের সম্মান-অসম্মানের কী রয়েছে’?
উল্লেখ্য, রাখির দিন দলের তারকা সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু সেখানে গরহাজির ছিলেন রিমঝিম। তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা চলছিল। অবশ্য মঙ্গলবারই তাঁর গরহাজিরার কারণ ব্যাখ্যা করেছিলেন রিমঝিম। তিনি দাবি করেন, ‘দলের বিভিন্ন বিক্ষোভ, মিছিল কর্মসূচির খবর পাই। কিন্তু কোনও গুরুত্বপূর্ণ বৈঠকের খবর দেওয়া হয়নি’। এই অভিযোগ কার্যত অস্বীকার করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, রিমঝিম আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন।