বিশ্বভারতীর উপাচার্য হওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে সরব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও। এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে হুঁশিয়ারি দিয়ে অধ্যাপকদের পাশে এসে দাঁড়ালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলে। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক অনুব্রতর সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের।
বৈঠক শেষে অনুব্রত জানান, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বভারতীর অধ্যাপকদের একাংশ। আগামী ২ সেপ্টেম্বরের পর বাড়িতেই ঘেরাও করা হবে উপাচার্যকে। অধ্যাপকদের আন্দোলনকে সমর্থন করবে তৃণমূল। তিনি আরও জানান, একটানা তিনদিন ধরে উপাচার্যকে বাড়িতে ঘেরাও করে রাখা হতে পারে। বিদ্যুৎ চক্রবর্তীকে ‘পাগল’ বলেও কটাক্ষ করেন তিনি। অনুব্রতর হুঁশিয়ারি, ‘পারলে বিক্ষোভ আটকান উপাচার্য। আমরা জানি কীভাবে পাগলের পাগলামি দূর করা যায়।’