অবশেষে ইনভেস্টর সমস্যা মিটল ইস্টবেঙ্গলে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই শেষপর্যন্ত কাটল জট। ইনভেস্টর হিসেবেই লাল-হলুদে থাকছে ‘শ্রী সিমেন্ট’। আর এর ফলে আইএসএলে খেলতে আরও কোনও সমস্যা থাকল না ইস্টবেঙ্গলের।
পূর্ব নির্ধারিত সময় মেনেই নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে বসেন লগ্নিকারী সংস্থা এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। সেখানেই চুক্তি সংক্রান্ত যাবতীয় জট নিয়ে আলোচনা হয়। আর তারপরই দুপক্ষের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হয়। এরপর মুখ্যমন্ত্রী নিজেই নবান্নের সভাঘরে এসে জানিয়ে দেন, ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যাবতীয় সমস্যা মিটে গেছে। লাল-হলুদের ইনভেস্টর হিসেবেই থাকছে হরিমোহন বাঙুরের সংস্থা। ফলে আগামী আইএসএলে খেলতে আর কোনও সমস্যা হবে না ইস্টবেঙ্গলের।
মমতার এই ঘোষণার পরেই লাল-হলুদ সমর্থকদের মুখে ফুটে ওঠে আশার আলো। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে যে এই চুক্তিজট কাটত না, সেকথা স্বীকার করে নিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান কর্মকর্তা দেবব্রত সরকারও। চুক্তি সম্পন্ন হওয়ার পর আজ দুই পক্ষই একে অপরের সঙ্গে হাত মেলায়। চুক্তি জট কাটিয়ে সমাধান সূত্র বের করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে দু’ পক্ষই৷
সমস্যা মেটার জন্য মমতাকে ধন্যবাদ জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘দিদি সবসময় আমাদের পাশে থাকেন। আজকে দিদির জন্যেই আমাদের সমস্যা মিটেছে। গত বারও দিদির জন্যে আমরা খেলেছিলাম। এ বার যে পরিস্থিতি হয়েছিল সেখান থেকেই দিদিই উতরে দিলেন আমাদের সবাইকে’।