গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। সেই তুলনায় দক্ষিণবঙ্গে, বিশেষত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবার বাড়তে পারে, আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর।
আলিপুরের হাওয়া অফিস বলছে, গাঙ্গেয় বঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ বুধবারও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে খবর। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা গোরখপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে। রাজস্থান এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলাতেও। তাই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে।
তবে উত্তরবঙ্গে আজও অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার আর কালিম্পংয়ে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি আর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গে একই পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবারের জন্যেও। শুক্রবার থেকে উত্তরে বৃষ্টি খানিক কমবে। আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।