ত্রিপুরায় ফের বড়সড় ভাঙনের কবলে গেরুয়াশিবির। বিজেপিশাসিত এই রাজ্যে ধীরে ধীরে প্রায় প্রতিদিনই শক্তি বাড়াচ্ছে তৃণমূল। চলতি মাসেই পরপর দুবার ত্রিপুরার সফর করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এরপর থেকেই ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে তৃণমূলে যোগদান এর হিড়িক তৈরি হয়েছে। বুধবার, ত্রিপুরার চাইবাসায় বিজেপি এবং সিপিএমের প্রায় ৫ হাজারের বেশি নেতা ও কর্মী যোগ দিলেন তৃণমূলে।