ফের ধাক্কা খেল গেরুয়াশিবির। রাজ্যজুড়ে অন্তর্দলীয় কোন্দল তো ছিলই। এবার অনাস্থা প্রস্তাবের স্বপক্ষে হাতছাড়া হল বিজেপি সমর্থিত গ্রাম পঞ্চায়েত। ভোটে জিতে পঞ্চায়েত দখল নিল তৃণমূল। মঙ্গলবার পুরুলিয়া জেলার পাড়া ব্লকের অন্তর্গত ভাউরিডি গ্রাম পঞ্চায়েতে কড়া পুলিশি নিরাপত্তায় অনাস্থার তলবি সভার আয়োজন করা হয়। ভোটদান অংশগ্রহণ করেন পঞ্চায়েতের মোট ১০ জন সদস্য। তৃণমূলের পক্ষে ৬ জন সদস্য ভোট দান করেন ও নির্দল মিলিয়ে ৪ জন সদস্য বিজেপির পক্ষে ভোট দান করেন। হেরে যান বিজেপি সমর্থিত নির্দল প্রধান চায়না বাউরি। ফলে আবারও এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল পদ্মশিবিরের হাত থেকে।
উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে মোট ১১ টি আসন সংখ্যার এই গ্রাম পঞ্চায়েতে ৫ আসনে জিতেছিল বিজেপি। বাকি ৫ আসনে তৃণমূল কংগ্রেস ও ১ টি আসনে নির্দল সদস্য জয়লাভ করেন। এরপর নির্দল সদস্যকে সমর্থন করে পঞ্চায়েত গঠন করেছিল বিজেপি। মাস কয়েক আগে মৃত্যু হয় বিজেপির এক সদস্যের ও এক সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে, সংখ্যালঘু হয়ে পড়ে বিজেপি সমর্থিত গ্রাম পঞ্চায়েত। এরপর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। অনাস্থা প্রস্তাবের পক্ষে ৬ জন সদস্য ভোট দান করেন। অপসারিত হন বিজেপি সমর্থিত পঞ্চায়েত প্রধান।