বিজেপি এতদিন দাবি করত, বছরের পর বছর দেশ শাসন করেও কিছুই করেনি কংগ্রেস৷ তাহলে বেসরকারি সংস্থার হাতে দিয়ে ৬ লক্ষ কোটি টাকার সম্পদ কোথা থেকে পাচ্ছে মোদী সরকার? ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে এ ভাবেই নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷
গতকাল, মঙ্গলবারই আনুষ্ঠানিক ভাবে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ নীতি আয়োগের তৈরি করে দেওয়া রূপরেখা মেনে বেসরকারি হাতে সরকারি সম্পত্তি তুলে দিয়ে ৬ লক্ষ কোটি টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার৷ সরকারি সম্পদের তালিকায় রেল, রাস্তা, বিদ্যুৎ থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পরিকাঠামো, কোনও কিছুই প্রায় বাকি নেই৷কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবশ্য দাবি করেছেন, কোনও সম্পদেরই মালিকানা বদল হবে না৷ বরং নির্দিষ্ট সময়ের পর মালিকানা ফিরবে সরকারের হাতেই৷
কেন্দ্রের এই যুক্তি মানতে নারাজ রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্ব৷ রাহুল গান্ধীর দাবি, নির্দিষ্ট কয়েকটি ব্যবসায়িক গোষ্ঠীকে আর্থিক সুবিধা পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার৷ এতদিন কংগ্রেসকে যে অস্ত্রে খোঁচা দিতেন বিজেপি নেতারা, তা ব্যবহার করেই পাল্টা বিজেপি-কে প্রত্যাঘাত করেছেন রাহুল৷ তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি দল বার বার অভিযোগ করে, গত ৭০ বছরে নাকি দেশে কিছুই হয়নি৷ কিন্তু গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে সম্পদগুলি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন, তা গত ৭০ বছরেই তৈরি হয়েছে৷’ সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুলের অভিযোগ, দেশ বেচে দিচ্ছেন নরেন্দ্র মোদী৷
রাহুল গান্ধী অবশ্য একই সঙ্গে দাবি করেছেন, তাঁরা বেসরকারিকরণের বিরোধী নন৷ কংগ্রেস নেতা বলেন, ‘আমাদের সময়ে যে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হত, তার পিছনে যুক্তি থাকত৷ আমরা কৌশলগত ক্ষেত্রে বেসরকারিকরণ করিনি৷ আর রেলকে আমরা কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সংস্থা বলেই মনে করি কারণ এটিই লক্ষ কোটি মানুষের যাতায়াতের মাধ্যম এবং অসংখ্য মানুষের নিয়োগকারী৷’ রাহুল আরও দাবি করেন, কংগ্রেস আমলে সেই সমস্ত সংস্থাগুলিকেই বিক্রি করা হত যেগুলি আর্থিক ভাবে লাভজনক ছিল নমা অথবা বাজারে সেভাবে দখল ছিল না৷