মাস কয়েক আগে কোভিডের যে বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল দ্বিতীয় ঢেউয়ে এখন তা অনেকটাই কম। কিন্তু এরই মধ্যে আবার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই কোনওভাবেই আর ঝুঁকি নিতে চাইছে না সরকার। যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে আগেভাগেই।
কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় সংক্রমণ বাড়তে থাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সংক্রমণ রোধের জন্য জেলায় জেলায় এলাকাভিত্তিক নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দিতে চলেছে নবান্ন, তেমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে।
সূত্রের খবর, এই মুহূর্তে যাঁরা কোভিডের জন্য হোম আইসোলেশনে আছেন তাঁদের উপর আলাদা করে নজর রাখতে বলা হচ্ছে। এছাড়া কনটেনমেন্ট জোনগুলিতে ভ্যাকসিনেশনেও জোর দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কনটেনমেন্ট জোন গুলিকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।
নবান্ন সূত্রের খবর, সমস্ত জেলাশাসকদের এলাকাভিত্তিক নোডাল অফিসার নিয়োগ করতে বলা হচ্ছে। তাঁরা ওই নির্দিষ্ট এলাকায় কোভিড পরিস্থিতির উপর নজর রাখবেন। কড়া নজর রাখা হবে এলাকার বাসিন্দাদের উপর, কোভিডবিধি মানা হচ্ছে কিনা তাও দেখা হবে। প্রয়োজনে শাস্তিও দেওয়া হবে। বাড়ানো হবে সচেতনতা।