কোভিড আবহে দেশের অর্থনীতি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অব্যবহৃত যাবতীয় সামগ্রীর দাম নির্ধারণ করবে সরকার এবং তার মালিকানা থাকবে কেন্দ্রের হাতে। এই মর্মে ৬ লক্ষ কোটি টাকা ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ প্রকল্প চালু হয়েছে। এই পদক্ষেপের বিরোধিতা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আক্রমণ করলেন কেন্দ্রকে। কটাক্ষ করলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবই বিক্রি করে দিচ্ছেন।”
প্রসঙ্গত, মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করেন রাহুল ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। রাহুলের দাবি, বিজেপি কেবলই দাবি করে ৭০ বছরে দেশে কিছুই হয়নি। কিন্তু এই বছরগুলিতে দেশের যে সম্পত্তি তৈরি হয়েছে, তাকেই এবার বিক্রি করার পথে হাঁটছে সরকার। তিনি বলেন, “বিজেপি বলে গত ৭০ বছরে নাকি কিছুই হয়নি। কিন্তু এবার গত ৭০ বছরের সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছে।” তাঁর অভিযোগ, ভারতের গুটিকয় শিল্পপতি বন্ধুর স্বার্থ দেখতেই এই নয়া প্রকল্পও চালু করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই এনএমপি’র বিরোধিতায় সরব হয়েছে তৃণমূলও। প্রক্রিয়াটি আদতে কী, কেমন, তা বিশদে ব্যাখ্যা করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের বক্তব্য, “এটা জনবিরোধী এক নীতি। এতে সরকার নিয়ন্ত্রিত একাধিক সামগ্রী বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার রাস্তা চওড়া হচ্ছে।”