অশালীন-বিতর্কিত মন্তব্য করা বা কুকথার ফোয়ারা ছোটানোয় গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একেবারে ওপরের দিকেই নাম রয়েছে তথাগত রায়ের। এবার যেন একটু মাত্রা ছাড়াই আক্রমণ শানালেন তিনি। তাঁকে কেউ ‘দাদু’ সম্বোধন করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ৭৫ বছরের তথাগত। লিখেছেন, ‘যারা আমাকে ‘দাদু’ সম্বোধন করে তাদেরকে আমার আশীর্বাদ জানাই। শুধু সেই সব নাতি-নাতনিদের কাছে একটা প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছি না।
‘দাদু’ মানে তো বাবার বাবা ও মায়ের বাবা দুই-ই হয়।’ এখানেই না থেমে তথাগতর টুইটে প্রশ্ন, ‘আমি তাদের মধ্যে কাদের বাবার এবং কাদের মায়ের জন্ম দিয়েছিলাম?’ তথাগতকে নিয়ে রাজ্য বিজেপি অনেকবারই বিড়ম্বনায় পড়েছে। অনেক মন্তব্যের পরেই দলে এমনটাও আলোচনা হয় যে, ‘পদ্ম বনে তিনি হচ্ছেন মত্ত হস্তি’। এ বারেও নিন্দার ঝড় উঠলে দলকে বিব্রত হতে হবে বলেই মনে করছেন গেরুয়া শিবিরের নেতারা।