আগামী ৫ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। ১৬টি দল অংশ নেবে সেনাবাহিনী পরিচালিত এই টুর্নামেন্টে। ৫টি আইএসএল ক্লাব ও তিনটি আই লিগ ক্লাব খেলবে এবারের প্রতিযোগিতায়। তবে নেই ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। খেলবে মহমেডান স্পোর্টিং। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩রা অক্টোবর।
এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, কেরল ব্লাস্টার্স, জামসেদপুর এফসি ও হায়দ্রাবাদ এফসি ছাড়াও আই লিগের তিন ক্লাব মহমেডান স্পোর্টিং, গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি ও সুদেভা এফসি খেলবে এবারের প্রতিযোগিতায়। দ্বিতীয় ডিভিশন থেকে অংশ নেবে আরও দুটি দল দিল্লী এফসি ও এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। এছাড়াও সেনাবাহিনীর ছ’টি দল – আর্মি রেড, আর্মি গ্রিন, বায়ু সেনা দল, নেভি, সিআরপিএফ ও অসম রাইফেলস এই প্রতিযোগিতায় খেলবে।