জাতীয় পতাকার উপরে ভারতীয় জনতা পার্টির পতাকা! প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে এমন ঘটনাই ঘটল। আর সেটা দাঁড়িয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাধা দেওয়া তো দূর। টুঁ শব্দটিও করেননি তিনি। তার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। উঠছে নিন্দার ঝড়। প্রবল সমালোচনায় সরব বিরোধীরাও। যুব কংগ্রেসের ট্ইটার থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, ভারত এই ধরনের অবমাননা সহ্য করবে না।
যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক বিভি শ্রীনিবাস ট্যুইটারে ক্ষোত্র উগড়ে দিয়ে বলেছেন, ‘জাতীয় পতাকার উপর কোনও দলের পতাকা কি রাখা যায়’?
সমাজবাদী পার্টির মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারি বলেছেন, দেশের ওপরেও দল! জাতীয় পতাকার ওপরে দলীয় পতাকা! বিজেপিই এমন করতে পারে। তাদের কোনও প্রায়শ্চিত্ত বোধ নেই, কোনও অনুতাপ নেই, কোনও দুঃখ নেই। রাজনৈতিক মহলের মত, এই ঘটনাকেই বিরোধীরা আগামী দিনে হাতিয়ার করবে।
শনিবার রাতে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাম মন্দির আন্দোলনের অন্যতম নেতা কল্যাণ সিং প্রয়াত হন। বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন তাঁর শেষকৃত্যে যোগ দিতে লখনউতে তাঁর বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, কল্যাণ সিং একজন সার্থকনামা ব্যক্তি কারণ তিনি তাঁর গোটা জীবনটাই দিয়েছিলেন জনকল্যাণে। রাজনৈতিক বিশ্বস্ততার উদাহরণ তৈরি করেছেন তিনি। জীবনের সিংহভাগই তিনি দিয়েছেন মানুষের জন্য কাজে।