শেক্সপিয়ার বলেছিলেন, ‘নামে কী আসে যায়’। কিন্তু নাম বদলের রাজনীতিতে দেশের মধ্যে খুব ‘নাম’ করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। মোগলসরাই স্টেশন হয়েছে দীনদয়াল উপাধ্যায়। ফৈজাবাদ হয়েছে অযোধ্যা জেলা। এভাবেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে অব্যাহত নাম বদলের ধারা। এবার যেমন আলিগঢ় বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের নামে করার জল্পনা শুরু হল। যোগীর কথাতেও ইঙ্গিত মিলেছে নাম পরিবর্তনের।
রবিবার আলিগঢ়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘আজ আমরা কল্যাণ সিং জীর দেহ মহারাণী অখ্যলাবাই হোলকার স্টেডিয়ামে নিয়ে আসলাম। সমর্থক তথা রাজ্যবাসী যাতে শেষবারের মতো দেখতে পান, তার ব্যবস্থা করা হয়েছে। আলিগঢ়ের মানুষদের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন তিনি। কল্যাণ সিং জী রামভক্ত হিসাবেই পরিচিত ছিলেন। বিমানবন্দর থেকে আলিগঢ়, উত্তরপ্রদেশের সমস্ত মানুষের মনেই ওঁর জন্য বিপুল শ্রদ্ধা রয়েছে। আমি শ্রীরামের কাছে প্রার্থনা করি, কল্যাণ সিং জীর স্বপ্ন পূরণের জন্য যেন আমাদের শক্তি দেওয়া হয়।’
আলিগঢ় বিমানবন্দরের নাম বদলে কল্যাণ সিংয়ের নামে নামাঙ্কিত করা হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হলে আদিত্যনাথ বলেন, ‘আমরা শীঘ্রই ক্যাবিনেট বৈঠক করব এবং এই বিষয়ে আলোচনা করব।’ সম্প্রতিই আলিগঢ় গ্রাম পঞ্চায়েত বৈঠকে আলিগঢ়ের নাম পরিবর্তন করে হরিগঢ় করার প্রস্তাব পাশ করানো হয়। সেই সময়ই আলিগঢ় বিমানবন্দরের নামও বদলে বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের নামে নামাঙ্কিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। শনিবার কল্যাণ সিংয়ের মৃত্যুর পর ফের সেই দাবিই তুলেছেন বিজেপি নেতারা।