২০১৪ সালে মোদী শাসনের শুরু থেকেই সংখ্যালঘুদের উপর আগ্রাসন ও গণপিটুনির ঘটনা অনেকটাই বেড়েছে দেশজুড়ে। কখনও গরু চুরির অপবাদ তো কখনও গো মাংস ভক্ষণের অভিযোগ। সংখ্যালঘুর অধিকার সবথেকে বেশি প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এবার হিন্দু পাড়ায় চুড়ি বিক্রির অপরাধে এক মুসলিম চুড়ি বিক্রেতাকে নির্মমভাবে মার খেতে হল মধ্যপ্রদেশের ইন্দোরে। যা নিয়ে বর্তমানে উত্তাল সে রাজ্যের রাজ্য-রাজনীতি।
সূত্র অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ইন্দোরের গোবিন্দ নগরে। ওই চুড়ি বিক্রেতাকে মারধরের একটা ঘটনা ইতিমধ্যেই ভাইরালও হয়েছে টুইটার ফেসবুক সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। যা দেখা যাচ্ছে উত্তেজিত জনতা কার্যত ঘিরে ধরে ওই যুবকের পরিচয় জানতে চাইছে। পরিচয় জানার পরেই শুরু হয় মারধর। চলে কিল, চড়, ঘুঁষি। এমনকী মাটিতে ফেলে লাথিও মারা হতে থাকে তাকে। পাশাপাশি এও হুমকি দেওয়া হয় আগামীতে আর কোনও হিন্দু এলাকায় যদি সে চুড়ি বিক্রির জন্য যায় তাহলে তার খেসারত আবার তাকে দিতে হবে। ওই যুবকে মারতে মারতেই একজনকে বলতে শোনা যায়, “আমাদের মা-বোনেরা আফগানিস্তান এত সমস্যার সম্মুখীন হচ্ছে মুসলমানরা এখানে চুড়ি বিক্রি করছে?” চলতে থাকে ক্রমাগত হুমকি। এদিকে উত্তেজিত জনতার মুখে পরে কার্যত হাতজোড় করে বারবার প্রাণ ভিক্ষা করতে দেখা যায় ওই চুড়ি বিক্রেতাকে। কিন্তু তারপরেও থামেনি প্রহার। একইসঙ্গে তার ব্যাগে থাকা সমস্ত সামগ্রীর পাশাপাশি তার কাছে থাকা সমস্ত টাকাও হাতিয়ে নেয় মারমুখী জনতা।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই মধ্যপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে উঠেছে প্রশ্ন। আসরে নেমে পড়েছে কংগ্রেস। কাঠগড়ায় তোলা হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই গোটা ঘটনার কথা জানিয়ে ইন্দোর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই চুড়ি বিক্রেতা। এদিকে গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের সর্বভারতীয় চেয়ারম্যান ইমরান প্রতাপগাড়ী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কটাক্ষ করে ইমরান প্রতাপগাড়ী বলেন, “ইন্দোরে প্রকাশ্যেই গণপিটুনি চলছে। নিরব দর্শকের ভূমিকা পালন করছে শিবরাজ প্রশাসন।” পাশাপাশি এর জন্য মোদীকেও তোলা হয় কাঠগড়ায়। গোটা ঘটনার ভিডিও টুইট করা হয় মধ্যপ্রদেশ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লেখা হয়, এই ভাবেই হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বকে ধ্বংস করেছে গেরুয়াশিবির।