গত মাসেই দুই রাজ্যের সীমানায় ব্যাপক অশান্তি ও সংঘর্ষের জেরে নিহত হয়েছিলেন আসামের ৬ পুলিশকর্মী। আহত হয়েছিলেন আরও প্রায় ৫০ জন। তারপর থেকেই কমবেশি উত্তপ্ত আসাম-মিজোরাম সীমান্ত। এবার যেমন ফের নতুন করে উত্তেজনা ছড়াল সেখানে। আবারও সম্মুখসমরে দুই রাজ্য। এবার ওই রাজ্যের সীমানায় একটি ব্রিজ তৈরি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকী জল গড়ায় মামলা দায়ের হওয়া পর্যন্ত। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মিজোরাম পুলিশের অভিযোগ সীমান্তে নির্মীয়মান একটি ব্রিজের নির্মাণসামগ্রী চুরি করেন অসমের পুলিশের বেশ কয়েকজন অফিসার। এরপরই মামলাও দায়ের হয়। অন্যদিকে, অসম পুলিশের দাবি, ওই ব্রিজটি তাঁদের সীমান্তের মধ্যেই তৈরি হচ্ছিল। যদিও পরবর্তীতে ওই মামলাটি প্রত্যাহারও করে নেয় মিজোরাম পুলিশ।
এই প্রসঙ্গে কোলাসিবের ডেপুটি কমিশনার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, রবিবার মিজোরামের ঝোপাই এলাকার ভৈরবী শহরে ব্রিজটি তৈরি হচ্ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সি ছুঙ্গার জমিতেই নির্মাণকাজ চলছিল। এর মধ্যেই আসাম পুলিশ অফিসাররা সেই স্থানে গিয়ে নির্মাণ সামগ্রী চুরি করেন। পাশাপাশি সেখানে কর্মরত শ্রমিকদের হুঁশিয়ারিও দেন। উলটোদিকে, আসাম পুলিশের অভিযোগ, ওই জায়গাটি আসামের অন্তর্গত। সেখানেই ব্রিজ তৈরি করছিল মিজোরাম।