জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্সে ফের পদকলাভ হল ভারতের। মহিলাদের লং জাম্পে রুপো জিতলেন শৈলী সিংহ। সেই সঙ্গে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় পদক নিয়ে এ বারের মতো অভিযান শেষ করল ভারত।।কিনিয়ার নাইরোবিতে চলা এই প্রতিযোগিতার লং জাম্পের ফাইনালে ৬.৫৯ মিটার লাফান শৈলী। ৬.৬০ মিটার লাফিয়ে সোনা জেতেন সুইডেনের মাজা আসকাগ। তিনি জুনিয়র ইউরোপ চ্যাম্পিয়ন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকে ফাইনালে উঠেছিলেন শৈলি। কিন্তু জায়গায় অল্পের জন্য সোনা হাতছাড়া হল তাঁর।
সাড়ে তিন বছর আগে রবার্ট ববি জর্জের কাছে অনুশীলন করতে শুরু করেন ঝাঁসিনিবাসী শৈলী। রবার্ট হলেন ২০০৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে লং জাম্পে ব্রোঞ্জজয়ী অঞ্জু ববি জর্জের স্বামী। কোভিডের কারণে প্রায় দু’বছর অনুশীলন করতে পারেননি শৈলি। কিন্তু জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্সে নেমেই ৬.৪৮ মিটার লাফিয়ে যুব রেকর্ড ভেঙে দেন। রবিবার তৃতীয় প্রচেষ্টায় তিনি ৬.৫৯ মিটার লাফান, যেটি তাঁর ব্যক্তিগত সেরা। ৪x৪০০ মিটারে ভারতের মহিলা রিলে দল ফাইনালে অল্পের জন্য পদক পেল না। ৩:৪০.৪৫ মিনিটে দৌড় শেষ করে তারা চতুর্থ হয়েছে। তার আগে ভারতের অঙ্কিতা মহিলাদের ৫০০০ মিটারে ষষ্ঠ স্থানে শেষ করেন।