কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রকে সতর্ক করতে গিয়ে আফগানিস্তানের তালিবানি শাসনের প্রসঙ্গ টেনে আনলেন মেহবুবা মুফতি। শুধু প্রসঙ্গ টেনে আনলেন বললে ভুল হবে। রীতিমতো তালিবানের উত্থানে আমেরিকার পলায়ন বৃত্তির উদাহরণ টেনে কেন্দ্রের মোদী সরকারকে হুঁশিয়ারি দিলেন মেহবুবা। বললেন, ‘কাশ্মীরিদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ ভাঙলে মোটেই ভাল হবে না’।
আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান জেহাদি গোষ্ঠী। সেখানে নারকীয় অত্যাচার চালাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে পিডিপি নেত্রী বললেন, ‘আমেরিকা সুপার পাওয়ার। তার পরেও তাদের আফগানিস্তান থেকে ব্যাগ গুছিয়ে পালাতে হয়েছে। তালিবান তাদের পালাতে বাধ্য করেছে। আপনাদের (কেন্দ্রের) কাছে তো এখনও সময় আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মতো কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করুন’। এর পরই তাঁর হুঁশিয়ারি, ‘খুব বেশি দেরি হওয়ার আগে নিজেদের ভুল শুধরে নিন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন’।
পিডিপি নেত্রী আরও বলেন, ‘কাশ্মীরিরা দুর্বল নয়। কাশ্মীরিরা সাহসী আর ধৈর্যশীল। ধৈর্য রাখার জন্য অনেক সাহস দরকার। যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে, সেদিন তুমি হারবে’। প্রসঙ্গত, কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে বরাবরই সরব বিজেপির প্রাক্তন জোটসঙ্গী পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রকে একাধিকবার কাশ্মীরের মানুষ এমনকী পাকিস্তানের সঙ্গেও আলোচনা বসার পরামর্শ দিয়েছেন তিনি। আফগানিস্তানের উদাহরণ টেনে মোদী সরকারকে হুঁশিয়ারি মেহবুবার
কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রকে সতর্ক করতে গিয়ে আফগানিস্তানের তালিবানি শাসনের প্রসঙ্গ টেনে আনলেন মেহবুবা মুফতি। শুধু প্রসঙ্গ টেনে আনলেন বললে ভুল হবে। রীতিমতো তালিবানের উত্থানে আমেরিকার পলায়ন বৃত্তির উদাহরণ টেনে কেন্দ্রের মোদী সরকারকে হুঁশিয়ারি দিলেন মেহবুবা। বললেন, ‘কাশ্মীরিদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ ভাঙলে মোটেই ভাল হবে না’।
আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান জেহাদি গোষ্ঠী। সেখানে নারকীয় অত্যাচার চালাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে পিডিপি নেত্রী বললেন, ‘আমেরিকা সুপার পাওয়ার। তার পরেও তাদের আফগানিস্তান থেকে ব্যাগ গুছিয়ে পালাতে হয়েছে। তালিবান তাদের পালাতে বাধ্য করেছে। আপনাদের (কেন্দ্রের) কাছে তো এখনও সময় আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মতো কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করুন’। এর পরই তাঁর হুঁশিয়ারি, ‘খুব বেশি দেরি হওয়ার আগে নিজেদের ভুল শুধরে নিন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন’।
পিডিপি নেত্রী আরও বলেন, ‘কাশ্মীরিরা দুর্বল নয়। কাশ্মীরিরা সাহসী আর ধৈর্যশীল। ধৈর্য রাখার জন্য অনেক সাহস দরকার। যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে, সেদিন তুমি হারবে’। প্রসঙ্গত, কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে বরাবরই সরব বিজেপির প্রাক্তন জোটসঙ্গী পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রকে একাধিকবার কাশ্মীরের মানুষ এমনকী পাকিস্তানের সঙ্গেও আলোচনা বসার পরামর্শ দিয়েছেন তিনি।