ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই রায়ে উচ্ছ্বসিত গেরুয়া-শিবির। এই আবহে ফের পুলিশকে হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। মেদিনীপুরে দিলীপ বলেন, ‘আমরা কোর্টে গিয়েছিলাম। কোর্ট আমাদের আকুতিকে স্বীকার করেছে। মানুষের জয় হয়েছে।’ এর পরই সুর চড়িয়ে তাঁর হুঁশিয়ারি, ‘চামচা পুলিশ অফিসারেরা, যারা আমাদের চমকেছে, মা-বোনেদের অত্যাচারের রিপোর্ট লেখেনি, আমি বলছি তোমার উর্দি খোলার দিন চলে এসেছে। বাকি জীবন বাড়িতে বিশ্রাম করতে হবে। কাউকে গরু চরাতে হবে, কাউকে আনাজ চাষ করতে হবে।’
রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম পাল্টা আক্রমণ করে বলেন, ‘হাই কোর্ট তো তদন্তের কথা বলেছে। আর দিলীপবাবু সাজা দিয়ে দিচ্ছেন! আসলে ওঁরা আইনের শাসনেই বিশ্বাস করেন না।’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ দাবি করে তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘জনপ্রতিনিধি হয়ে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে এইরকম প্ররোচনা ছড়ানো আইনের চোখে অপরাধ। আইনের শাসনে যাঁদের আস্থা নেই তাঁদের বিরুদ্ধে আইনি পথে পদক্ষেপ করা উচিত।’
দলের ‘শহিদ সম্মান যাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে মেদিনীপুরে এসেছিলেন দিলীপ। ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। সেখানে দিলীপের হুমকি, ‘ক্ষতিপূরণ-সহ নাকখত দিতে হবে রাজ্য সরকারকে। ঘাবড়াবেন না। তালিবানি-রাজত্ব বাংলায় চলবে না।’ দিলীপকে বিঁধে ফিরহাদের জবাব, ‘তালিবানি-রাজত্ব তো বিজেপির শাসনে চলছে। সেখানে আগে নাকখতের ব্যবস্থা করুন ওঁরা।’