অনিল কন্যা অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড! সিপিআইএম-এর এহেন সিদ্ধান্তের প্রতিবাদ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার টুইট বার্তা দিয়ে কুণাল বলেন, ‘জাগো বাংলায় লেখার জন্য অজন্তা বিশ্বাসকে আজ সাসপেন্ড করবে সিপিএম। ২০০৮ সাল থেকে যাঁরা দলকে ডোবাল, যাঁরা দলকে শূন্যতে নামাল, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেই’! বাম নেতাদের প্রতি তোপ দেগে কুণালের কটাক্ষ, ‘অজন্তাকে শাস্তি দেওয়ার নামে কিছু অপরিচিত, অপ্রাসঙ্গিক নেতা নিজের প্রচার চাইছেন’। রাজনীতিকের সংযোজন, ‘ শাস্তি দিয়ে মন পাওয়া যায় না কমরেড… শূন্য থেকে মহাশূন্যের পথে…’।
কিছুদিন আগেই জাগো বাংলার জন্য কলম ধরেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিপিআইএম-এর শীর্ষস্থানীয় নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল বঙ্গে। বর্ষীয়ান বাম নেতার মেয়ে হওয়ার পাশাপাশি, বাম সংগঠনের অংশ হয়ে কী ভাবে অজন্তা তৃণমূলের মুখপত্রের জন্য কলম ধরলেন, তা নিয়ে প্রশ্ন করছিলেন অনেকেই। এমনকী পার্টি লাইন ভাঙার অভিযোগও উঠছিল অজন্তার বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি বাম নেতারা।
প্রসঙ্গত, ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক ওই উত্তর সম্পাদকীয়তে স্বাধীনতা আন্দোলনের সময় মহিলাদের অবদান থেকে শুরু করে আজকের রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে লিখেছেন অজন্তা। বলাবাহুল্য, ওই লেখায় যেমন কল্যাণী দাস, সুরমা দাসদের নাম রয়েছে, তেমনই লেখার বড় অংশ জুড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। তিনটি কিস্তিতে ওই সম্পাদকীয় প্রকাশিত হয়েছিল জাগো বাংলায়। যা নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে।