আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়েছে। এর মধ্যেই কাবুল বিমানবন্দরের বাইরে থেকে ১৫০ জনকে অপহরণ করল তালিবানরা। এর মধ্যে অনেকেই ভারতীয়। যদিও অপহরণের অভিযোগ অস্বীকার করেছে তালিবানরা। তবে আফগানিস্তানের একাধিক সংবাদপত্রে ফলাও করে এই খবর প্রকাশিত হয়েছে।
সূত্রের খবর, স্থানীয় সময় বেলা ১টা নাগাদ আটটি গাড়িতে করে বেশ কিছু ভারতীয়-সহ ১৫০ জনের একটি দল আফগানিস্তান ছাড়ার জন্য কাবুল বিমান বন্দরের দিকে যাচ্ছিলেন। কিন্তু বিমান বন্দরে ঢোকার ঠিক আগেই তাঁদের গাড়ি আটকায় তালিবানরা। অভিযোগ, সেখানে তাঁদের মারধর করে অপহরণ করা হয়। নিয়ে যাওয়া হয় কাবুলের তারাখিল এলাকায়। অপর সূত্র বলছে, ১৫০ জনকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হতে পারে।
বিদেশমন্ত্রক এখনই এই নিয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও তাদের তরফে পুরো বিষয়টি সম্পর্কে খোঁজখবর করা হচ্ছে বলে জানা গিয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করে তালিবান মুখপাত্র আহমাদুল্লা ওয়াসেক বলেছেন, এমন কোনও ঘটনা ঘটেনি। তবে অপহরণের ঘটনা অস্বীকার করলেও প্রশ্ন উঠছে, নিখোঁজ ব্যক্তিরা গেলেন কোথায়?
উল্লেখ্য, শনিবারই আফগানিস্তানে আটক ৮৫ জনেরও বেশি ভারতীয়কে তাজাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁদের দেশে ফেরানো হচ্ছে। আরও একটি বিমানও তৈরি রাখা হয়েছে বাকি ভারতীয়দের ফেরানোর জন্য। এই পরিস্থিতিতে ঘটল অপহরণের ঘটনা। ইতিমধ্যেই কাবুলের ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মী ও সদস্যকে দেশে ফিরিয়ে আনতে পারলেও এখনও আফগানিস্তানের নানা প্রান্তে অন্তত ১ হাজার ভারতীয় রয়ে গিয়েছেন। তাঁদেরই যত দ্রুত সম্ভব সেখান থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে।