এবার হ্যাক হল কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহার টুইটার হ্যান্ডল। অভিনেতার টুইটার হ্যান্ডলের নাম বদলে ‘ইলন মাস্ক’ করল হ্যাকাররা। বদলানো হয়েছে প্রোফাইল ছবিটিও। অভিনেতা তথা নেতার ছবি বদলে সেখানে একটি রকেটের ছবি দেওয়া হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে বদলানো হয়নি পাসওয়ার্ড।
শনিবার সকালেই তাঁর সহকর্মী শশী থারুরকে নিয়ে একটি টুইট করেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। তখনও টুইটারের হ্যাকার হামলা নিয়ে অবগত ছিলেন না তিনি। সেই টুইটে সিনহা লেখেন, ‘দুই নেতার মধ্যে কী অসাধারণ আলোচনা। একজন কংগ্রেস নেতা, বুদ্ধিজীবী শশী থারুর, অন্যজন স্পষ্টবক্তা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। ইন্ডিয়া@৭৫- এ হয় এই আলোচনা। আপনাদের প্রতিক্রিয়া প্রার্থনা করছি। জয়হিন্দ’। আর এর পরেই বিষয়টি সামনে আসে। উল্লেখ্য, ইলন মাস্ক একজন প্রখ্যাত ব্যবসায়ী। ‘স্পেস-এক্স’ এবং ‘টেসলা’র মতো বড় বড় কোম্পানির কর্ণধার তিনি।