প্রয়াত হলেন কিংবদন্তি প্রশিক্ষক ও এম নামবিয়ার। প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষার কোচ ছিলেন তিনি। নামবিয়ারের বয়স হয়েছিল ৮৯ বছর। টুইট করে কোচের মৃত্যু সংবাদ জানিয়েছেন ঊষা। ঊষা লেখেন, “আমার গুরু, কোচের চলে যাওয়া মনের মধ্যে যে গভীর ক্ষত তৈরি করল, তা কখনও পূরণ হবে না। আমার জীবনে তাঁর অবদান শব্দে প্রকাশ করা যাবে না। গভীর ভাবে শোকাচ্ছন্ন। আপনাকে খুব মিস করব ও এম নামবিয়ার স্যর।”
নামবিয়ারের জন্ম কেরলের কান্নুরে। কলেজে পড়ার সময় নিজেও অসাধারণ দৌড়বীর ছিলেন তিনি। তাঁর কলেজের অধ্যক্ষের কথায় সেনায় যোগ দিয়ে খেলা চালিয়ে যান নামবিয়ার। ১৯৭৬ সাল থেকে পিটি ঊষাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন তিনি। ভারতের প্রথম তিন দ্রোণাচার্য পুরস্কার প্রাপকের একজন হলেন নামবিয়ার। ১৯৮৫ সালে তিনি এই পুরস্কার পান। এই বছর তাঁকে দেওয়া হয় পদ্মশ্রী সম্মান।