করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল যান চলাচল। কিন্তু এখন প্রায় সবকিছু স্বাভাবিকের পথে। লোকাল ট্রেন ছাড়া সব কিছুই আগের মতো চলছে। কিন্তু বাস ভাড়া নিয়ে জট কাটছে না। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতিমারী পরিস্থিতিতে বাস ভাড়া বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন বাস মালিকরা। কিন্তু রাজ্য সরকার তাতে সায় দেয়নি। তবু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ জারি করল রাজ্যের পরিবহণ দফতর।
প্রসঙ্গত, এদিন পরিবহণ দফতরের তরফে বাস সংগঠনগুলিকে চিঠি লেখা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অনেক জায়গায় বাসে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। পরিবহণ দফতরের কাছে এমন অভিযোগ করেছেন অনেকেই। বাসগুলিতে ইচ্ছেমতো বেশি ভাড়া চাওয়া হচ্ছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। পরিবহণ দফতর আরও জানিয়েছে, ২০২০ সালের ৩০ ডিসেম্বর বৈঠকে যে বাস ভাড়া ধার্য করা হয়েছিল তাই নিতে হবে বাস মালিকদের। যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, তবে সেই বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বাতিল করা হতে পারে বাসের পারমিটও।
উল্লেখ্য, কোভিড পর্বে দীর্ঘদিন যান চলাচল বন্ধ থাকার পর যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস চালানোর কথা বলেছিলেন, সেদিন থেকেই ভাড়া বৃদ্ধির দাবি তুলেছিল বাস সংগঠনগুলো। কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখনই ভাড়া বাড়ানো হবে না। বদলে বাস মালিকদের কর ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু শহরের অনেক জায়গাতেই দেখা যাচ্ছে বাস ভাড়া আগের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছে। সেই অনুযায়ী এদিন আবার সতর্ক করল পরিবহণ দফতর।