স্থানীয়দের বক্তব্য, মনোরঞ্জনবাবু দীর্ঘদিন ধরে গ্রামবাসীকে সুচিকিৎসা দিয়ে আসছেন। তাঁর বদলি হলে এলাকার মানুষ বিপদে পড়বে। তাই ডাক্তারবাবুকে বদলি করা চলবে না। চিকিৎসকের বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনা মালদার গোলাপগঞ্জের। এলাকাবাসীর দাবি, গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মনোরঞ্জন বিশ্বাসকে বদলি করা যাবে না। দাবি মানা না হলে আমরণ অনশনের হুমকিও দিয়েছেন তাঁরা।
দরকারে আমরণ অনশনে বসার হুমকিও দিয়েছেন। গ্রামবাসীদের বিক্ষোভ নিয়ে কিছু বলতে চাননি চিকিৎসক মনোরঞ্জন বিশ্বাস। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অনেকদিন এক জায়গায় থাকলে মানুষের আস্থা তৈরি হয়। সরকারি নির্দেশ তো মানতে হবেই। আমার পরিবর্তে যিনি আসবেন আশা করি তিনি গ্রামবাসীদের আরও আপন করে নেবেন।’ কিন্তু বদলির খবরে শুক্রবার সকালে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তাঁর বদলি স্থগিত করার দাবি জানান তাঁরা।
গত ৩৫ বছর ধরে গোলাপগঞ্জ হাসপাতালে চিকিৎসা করছেন মনোরঞ্জনবাবু। রাজ্য সরকারের তরফে বিশেষ পুরস্কারও পেয়েছেন তিনি। বৃহস্পতিবার তাঁর কাছে বদলির চিঠি আসে। সেই খবর এলাকায় ছড়াতেই শুরু হয় বিক্ষোভ। স্থানীয়দের বক্তব্য, মনোরঞ্জনবাবু দীর্ঘদিন ধরে গ্রামবাসীকে সুচিকিৎসা দিয়ে আসছেন। রাত – বিরেতে তিনিই কয়েক লক্ষ মানুষের ভরসা। তাঁর বদলি হলে এলাকার মানুষ বিপদে পড়বে। তাই ডাক্তারবাবুকে বদলি করা চলবে না।