সপ্তাহদুয়েক আগের ঘটনা। মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আগরতলার সাংবাদিক সম্মেলন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আজকের তারিখটা লিখে রাখুন। দেড় বছর পর ত্রিপুরায় সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস।” বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে ত্রিপুরা প্রসঙ্গে একই আত্মবিশ্বাস শোনা গেল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন মমতা চ্যালেঞ্জের সুরে বলেন, “ত্রিপুরায় তৃণমূলই জিতবে। বিজেপি আটকাতে পারবে না।”
পাশাপাশি ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে এদিন ফের একবার সরব হন মমতা। তাঁর কথায়, “ত্রিপুরায় ডেমোক্রেসির ডি নেই। ল অ্যান্ড অর্ডার নেই। টোটালটাই ভ্যান্ডালিজম চলছে। গুন্ডামি চলছে।” মমতা আরও বলেন,”ত্রিপুরায় আমাদের আটকাতে পারবে না। আমাদের লোকেরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিল। সময় দেননি। বলেছেন, স্বাধীনতা দিবসের পর সময় দেবেন। আর আমাদের এখানে রাজ্যপাল রোজ বিজেপি নেতাদের সময় দেন।” খানিক কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যপালকে ভাল বলতে হবে!”