বালুরঘাট পুরসভা ২০১৮ সালের অক্টোবর থেকে প্রশাসকের দায়িত্বে রয়েছে। প্রথমে মহকুমা শাসকের দফতর থেকে পুরসভা পরিচালনার দায়িত্ব নেওয়া হয়। এর পর ২০২০ সালের ২৩ ডিসেম্বর রাজ্য সরকার ১১ জন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য নিয়োগ করে। অবশেষে পরিবর্তন হল বালুরঘাট পুরসভার পুর প্রশাসক মণ্ডলী। বুধবার দুপুরে বালুরঘাট পুরসভার নতুন প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন হলেন শেখর দাশগুপ্তই। তাঁর হাতে দায়িত্বভার তুলে দিলেন বিদায়ী চেয়ারপার্সন হরিপদ সাহা।
পেশায় আইনজীবী শেখর দাশগুপ্ত একুশের বিধানসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন। যদিও ভোটে হেরে যান তিনি। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরসভার দায়িত্বভার নতুন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন শেখর দাশগুপ্তের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নবনির্বাচিত সভাপতি উজ্জ্বল বসাক, জেলা তৃণমূলের চেয়ারম্যান নিখিল সিংহ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, বালুরঘাট পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হরিপদ সাহাকে সরিয়ে শেখর দাশগুপ্তকে বসানো হচ্ছে। প্রশাসকমণ্ডলীর সদস্যদেরও পরিবর্তন করা হয়েছে। গত কয়েকদিন ধরে এমনই গুঞ্জন ছিল দক্ষিণ দিনাজপুর জেলায়। এর মধ্যে গত মঙ্গলবার রাজ্যের তরফ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভার নতুন প্রশাসক মণ্ডলীর নাম ঘোষণা হয়। যার মধ্যে চেয়ারম্যান করা হয় শেখর দাশগুপ্তকেই। ভাইস চেয়ারপার্সন করা হয় মমতা বর্মনকে।
প্রসঙ্গত, বালুরঘাট পুরসভা ২০১৮ সালের অক্টোবর থেকে প্রশাসকের দায়িত্বে রয়েছে। প্রথমে মহকুমা শাসকের দফতর থেকে পুরসভা পরিচালনার দায়িত্ব নেওয়া হয়। এর পর ২০২০ সালের ২৩ ডিসেম্বর রাজ্য সরকার ১১ জন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য নিয়োগ করে। তার মধ্যে রাজনৈতিক, সাধারণ ও শহরের সর্বস্তরের ব্যক্তিত্ব ছিলেন। সেই সময় শহরের বিশিষ্ট শিক্ষক হরিপদ সাহাকে প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। আটমাস ধরে তিনি ওই চেয়ারম্যানের পদ সামলাচ্ছেন এবং শহরের নানা কাজে উদ্যোগী হন।
এবার শেখর দাশগুপ্ত চেয়ারম্যান হয়ে জানালেন, স্বচ্ছতার সঙ্গে কাজ এবং নাগরিকদের সুবিধা-অসুবিধায় সঙ্গে থাকাই হল আমার অঙ্গীকার। বালুরঘাট পুরসভার পাশাপাশি গঙ্গারামপুর পুরসভার নতুন প্রশাসক মণ্ডলীর নাম ঘোষণা করা হয়। সেখানে অবশ্য চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত মিত্রকেই। ভাইস চেয়ারম্যান হয়েছেন সুব্রত মুখার্জি। এদিকে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নেওয়ার পরে বিভিন্ন সংগঠনের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় শেখর দাশগুপ্তকে।