দেশে করোনার দ্বিতীয় ঢেউ আগের তুলনায় অনেকটা স্তিমিত হলেও তৃতীয় ঢেউ আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষামাত্র। এরই মধ্যে অব্যাহত দেশের কোভিড গ্রাফের উত্থান-পতন। ১৫৪ দিন পর সোমবার ভারতের করোনা সংক্রমণ ছিল সর্বনিম্ন। কিন্তু গত ২৪ ঘণ্টায় এক লাফে দেশের দৈনিক সংক্রমণ বাড়ল ১০ হাজারেরও বেশি।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪০ জনে।
এদিকে, এখনও পর্যন্ত দেশে মোট ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ১৬৯ জন। অর্থাৎ, এক ধাক্কায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫।